১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

ইরানের বিরুদ্ধে ‘খুব শক্তিশালী বিকল্প’ বিবেচনা করছে মার্কিন সেনাবাহিনী : ট্রাম্প

আপডেট: জানুয়ারি ১২, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

ইরানে বিক্ষোভের প্রতিক্রিয়ায় সম্ভাব্য সামরিক হস্তক্ষেপসহ ‘শক্তিশালী হামলা’ চালানোর কথা বিবেচনা করছেন বলে গতকাল রোববার জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

দেশটিতে সরকারবিরোধী গণ-বিক্ষোভের বিরুদ্ধে মারাত্মক দমন-পীড়নের ক্রমবর্ধমান প্রতিবেদনের মধ্যে এই ঘোষণা দিলেন ট্রাম্প।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকরা ট্রাম্পের কাছে জানতে চান, ‘ইরানে বিক্ষোভকারীদের হত্যার মাধ্যমে কি দেশটি তার আগে ঘোষিত ‘রেড লাইন’ অতিক্রম করছে কি না এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, দেখে মনে হচ্ছে তারা তা শুরু করেছে।’

তিনি বলেন, ‘আমরা এটিকে খুব গুরুত্ব সহকারে দেখছি। সেনাবাহিনী এটিকে দেখছে এবং আমরা কিছু শক্তিশালী বিকল্পের দিকে তাকিয়ে আছি। আমরা একটি সিদ্ধান্ত নেব।’

Author

  • ফেইসবুক শেয়ার করুন