আপডেট: জানুয়ারি ১৪, ২০২৬
বরগুনা প্রতিনিধি:
বেতাগীতে নির্বাচন ও গণভোট বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেন।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার জনাব তাছলিমা আক্তার।মতবিনিময় সভায় নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিতকরণ, ভোটারদের সচেতনতা বৃদ্ধি, সুষ্ঠু ভোট গ্রহণ এবং গণভোটে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত ও বদ্ধপরিকর। এ ক্ষেত্রে নির্বাচন সংশ্লিষ্ট সকল পক্ষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, ভোটারদের নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে প্রশাসন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে।
সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের প্রতিনিধি, সুশীল সমাজের সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।মতবিনিময় সভাটি নির্বাচন ও গণভোট বিষয়ে জনসচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।