আপডেট: জানুয়ারি ১৪, ২০২৬
পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড় জেলা পুলিশ লাইন্সে কর্মরত পুলিশ পরিদর্শক (সশস্ত্র) মোঃ আইনুল হক আর নেই। অদ্য বুধবার (১৪ জানুয়ারি ২০২৬ খ্রি.) ভোর আনুমানিক সকাল ৪টা ১৫ মিনিটে তিনি অসুস্থ হয়ে পড়লে দ্রুত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ইন্তেকাল করেন।
(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মরহুম মোঃ আইনুল হক পিতা মরহুম আবেদ আলীর সন্তান। তাঁর বাড়ি লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর থানার দমকলপাড়া (সাপটানা শশান কলোনি) গ্রামে।
পুলিশ সূত্রে জানা যায়, ভোরে পুলিশ লাইন্সে অবস্থানকালে তিনি হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পথিমধ্যেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
অদ্য সকাল ১১টা ০০ মিনিটে পঞ্চগড় পুলিশ লাইন্স মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় পঞ্চগড় জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ রবিউল ইসলাম মহোদয়সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্য এবং মরহুমের পরিবার ও স্বজনেরা অংশগ্রহণ করেন।মরহুম মোঃ আইনুল হক ১৯৮৮ সালের ২৭ জুন বাংলাদেশ পুলিশে যোগদান করেন। দীর্ঘ ৩৭ বছর ৬ মাস ১৩ দিন তিনি সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে রাষ্ট্র ও জনগণের সেবায় নিয়োজিত ছিলেন।
তার আকস্মিক মৃত্যুতে পঞ্চগড় জেলা পুলিশের সকল সদস্য গভীরভাবে শোকাহত। পঞ্চগড় জেলা পুলিশের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।একজন অভিজ্ঞ, দায়িত্বশীল ও নিষ্ঠাবান পুলিশ কর্মকর্তাকে হারিয়ে জেলা পুলিশে নেমে এসেছে শোকের ছায়া।