১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

প্রথম ৫ ছবি ফ্লপ, এখন তিনি শাহরুখের চেয়েও ধনী

আপডেট: জানুয়ারি ১২, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

বলিউডে কোনো ছবির ভাগ্য যেমন আগাম বোঝা কঠিন, তেমনি অনিশ্চিত এই ইন্ডাস্ট্রিতে মানুষের ভবিষ্যৎও। আজ যাঁরা সুপারস্টার, কাল তাঁরাই হারিয়ে যেতে পারেন। আবার একের পর এক ব্যর্থতার পরও কেউ কেউ শীর্ষে উঠে আসেন—সবকিছু বদলে দিতে পারে মাত্র একটি শুক্রবার। বলিউডে এমন বহু উত্থান-পতনের গল্প থাকলেও সবচেয়ে উল্লেখযোগ্য উদাহরণগুলোর একটি প্রযোজক রনি স্ক্রুওয়ালা। প্রথম কয়েকটি ছবি টানা ব্যর্থ হলেও শেষ পর্যন্ত তিনিই হয়ে উঠেছেন হিন্দি সিনেমার অন্যতম প্রভাবশালী ও ধনী ব্যক্তি।

হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫ অনুযায়ী, রনি স্ক্রুওয়ালা বর্তমানে বলিউডের সবচেয়ে ধনী ব্যক্তি। তাঁর মোট সম্পদের পরিমাণ ১৫০ কোটি ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১৩ হাজার ৩১৪ কোটি টাকা। এই তালিকায় তিনি টপকে গেছেন বলিউডের ‘বাদশাহ’ শাহরুখ খানকেও।

Author

  • ফেইসবুক শেয়ার করুন