আপডেট: জানুয়ারি ১২, ২০২৬
বরগুনা প্রতিনিধি :
বরগুনা কলেজ রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন জেলা প্রশাসন।
গত শুক্রবার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে বরগুনা কলেজ রোড এলাকায় সংঘটিত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারের মাঝে নগদ আর্থিক সহায়তা, শীত নিবারণের জন্য কম্বল এবং ক্ষুধা নিবারণে শুকনো খাবার বিতরণ করেন বরগুনার জেলা প্রশাসক জনাব তাছলিমা আক্তার।
এ সময় জেলা প্রশাসক ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের দুঃখ-কষ্টের কথা মনোযোগ দিয়ে শোনেন। তিনি বলেন,দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় আছে। আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।
এছাড়াও, গৃহ পুনর্নির্মাণের জন্য বরগুনা সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে ঢেউটিন প্রদানের ঘোষণা দেন জেলা প্রশাসক।
ত্রাণ বিতরণকালে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শুক্রবার রাতের এই অগ্নিকাণ্ডে কয়েকটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়। এতে বহু পরিবার সহায়-সম্বল হারিয়ে চরম মানবিক সংকটে পড়ে।